নিউজ ডেস্ক::কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন জাহান ফাতেমা বলেছেন, ক্রিকেট জাতীয় ঐক্য গড়ে তোলে এবং বাংলাদেশের সবাই ক্রিকেটকে ভালবাসে। দল-মত নির্বিশেষে সবার কাছে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা। বর্তমানে জাতীয় দলে নতুন নতুন অনেক প্রতিভাবান খেলোয়াড় যুক্ত হয়েছে। খেলার মানও আগের চেয়ে অনেকটা ভাল। আমরাও আশাবাদি কোম্পানীগঞ্জ থেকে একদিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড় যুক্ত হবে।
তিনি গত শুক্রবার সকালে ৪র্থ দলইরগাঁও ক্রিকেট লীগ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ক্রিকেটলীগের উদ্যোক্তা ফ্রান্স প্রবাসী ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জজ কোর্টের এপিপি এড. শাহজাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বিজিবি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মালিক মানিক। বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবি জুনেদ আহমদ, দীলিপ রাম রবিদাস, জয়নাল আবেদীন, রুহুল আমিন, সামসুল আরেফিন মিজান, আবু সিদ্দীকি, নুর আহমদ, হেলাল আহমদ, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, ফয়েজ আহমদ, ইকবাল আহমদ, ইফতেখার হোসেন রায়হান প্রমুখ।