শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক বাণীতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আবহমানকাল থেকে সনাতন ধর্মালম্বীরা এ দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
সেই সাথে কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ২৬টি পূজামণ্ডপে পূজা চলাকালীন সময়ে শান্তি, শৃংখলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্য উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মাঠে নিয়োজিত থাকবে। তাই সকল সনাতন ধর্মালম্বীদের সুষ্ঠু ও নিরাপদে পূজা উৎযাপন করতে হবে।
তিনি বলেন দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত করুক, পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অম্লান হোক সুখ-সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন ধর্মালম্বীদের আনন্দ উৎসবে বিজেন ব্যানার্জি এ প্রত্যাশা ব্যক্ত করেন।