নিউজ ডেস্কঃ-বাংলাদেশ আওয়ামীলীগ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দেরকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের দপ্তর সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।
গত ৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাটে ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বৈদিশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী -ইমরান আহমেদ এমপি।
সজীবুল ইসলাম জয় বলেন- আশাকরি যোগ্য নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগ আরো সুসংগঠিত হয়ে সিলেট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইমরান আহমেদ এমপি তথা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন। পাশাপাশি তাদেরকে নির্বাচিত করার জেলার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নব-নির্বাচিত -সভাপতি আমজদ আলী,সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন,
সহ-সভাপতি কাজী আব্দুল উয়াদুদ আলফু,হুমায়ুন কবির মুছাব্বির,, আব্দুল উয়াদুদ, রফিকুল হক এবং
সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,যুগ্ম সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস এবং ইয়াকুব আলী ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভুট্টো, আলহাজ্ব শামীম আহমদ,এডভোকেট শাহজাহান চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত কমিটির মাধ্যমে- বর্তমান বিএনপি জামাতের হত্যা সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।