নিউজ ডেস্কঃ-শিক্ষা,শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।আন্দোলন সংগ্রামে রাজনৈতিক মাটের একজন পরীক্ষিত সৈনিক।সামাজিক যোগাযোগ মাধ্যমে নগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে ষড়যনন্ত্রমূলক মিথ্যে বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছেন- নগর দক্ষিণ ছাত্রলীগ। মেহেদী হাসান নগর দক্ষিণ ছাত্রলীগের প্রান। তৃণমূল থেকে বেড়ে উটা মুজিব আদর্শের একজন আদর্শিক সৈনিক।
বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করা মেহেদী হাসান-
নগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্বগ্রহণের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি -বিশ্বাস রেখে তিনি সততা ও নিষ্টার সাথে তার উপর অর্পিত সকল কার্যক্রম দায়িত্বশীলতার সাথে পালন করে এসেছেন।
এ ব্যাপারে নগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক ‘রিয়াজ মোল্লা” এক বিবৃতে বলেন-মেহেদী হাসান নগর দক্ষিণ ছাত্রলীগের একজন দক্ষ কৌশলী ছাত্র নেতা যার ফলস্বরূপ -দেশরত্ন শেখ হাসিনা তাঁকে মুল্যাবান দায়িত্ব দিয়েছেন।অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে তিনি পালন করে আসছেন বলেই সমালোচকরা মিথ্যে প্রোপাগান্ডা সাজিয়ে মেহেদী হাসানের সুনাম নষ্ট করতে চাচ্ছে। আমি এসকল মিথ্যে অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।