সিলেট কোম্পানীগঞ্জের : এক প্রবাসিকে হোম না থাকার অভিযোগে দশহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ২নং পূর্বইসলামপুর ইউনিয়নের শিবনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে দুবাই প্রবাসি মোঃ নুর উদ্দিন (২৬) কে আজ শনিবার (২১ মার্চ) এ জরিমানা করা হয়। নুর উদ্দিন গত ১৮ মার্চ দুবাই থেকে দেশে আসেন। তিনি চৌদ্দ দিনের হোম কোয়ারেনটিনে না থেকে গ্রামের পার্শ্ববর্তী দোকানে ঘোরা ঘুরি করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য জানান সরকার চলমান করোনা ভাইরাস সংক্রোমন পর্যবেক্ষনে থাকার উদ্দেশ্যে চৌদ্দ দিনের কোয়ারেনটিনে থাকার নির্দেশ দেন ওই নির্দেশ অমান্য করে প্রবাসি মোঃ নূর উদ্দিন প্রকাশ্যে জনসম্মুখে ঘোরা ঘুরি করছেন। তাই তার বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮, এর বিধি অনুযায়ী ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দয়ারবাজারে দোকানে দাঁড়িয়ে থেকে ৪৫/= টাকা কেজি দরে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করা হয়। এসময় ক্রেতারা লাইন ধরে পেঁয়াজ কেনেন।
তারপর তিনি দয়ারবাজার করোনা ভাইরাস সতর্কতা মুলক হোম কোয়ারেনটিনে (সঙ্গনিরোধ) বিষয়ক দিক নির্দেশনা মুলক বিভিন্ন শ্রেনী পেশার মানুষদেরকে নিয়ে আলোচনা করেন।