কোম্পানীগঞ্জ ২নংপূর্ব ইসলামপুর ইউনিয়নের ত্রিশ জন কর্মহীন ও অসহায় মানুষর মাঝে নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছে ২নংপূর্ব ইসলামপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ও ভাটরাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম। ১ই এপ্রিল (বুধবার) সকালে নিজের ব্যাক্তিগত অর্থায়নে । জীবনপূর এবং মুসলিম পাড়া ৩০ টি পরিবার কে চাউল, আলো, পিয়াজ, সাবান সামগ্রী অসহায় গরীব মানুষের হাতে তুলে দেন ।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে যুবলীগ রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারনে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পরেছে। আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুঁটে উঠবে।