জয়ঃ-করোনা ভাইরাস সৃষ্ট সংকটে অচল হয়ে পড়েছে গোটা পৃথিবী।লাল সবুজ বেষ্টিত সবুজ শ্যামল বাংলাদেশও তার ব্যাতিক্রম নয় দেশ।সংকটময় এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কৃষকেরা। শ্রমিক সংকটে ইরি ধান -বোরো ধান ঘরে তুলতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছেন বর্তমান থেকে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরাকৃষকের ধান কাটা থেকে শুরু করে বাঁধা, বহন এমনকি মাড়াইয়ের কাজেও সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
হাকালুকি হাওরে এক কৃষকের জমিতে কৃষকদের সাথে ধান কেটে সহযোগিতা করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। কৃষকদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি -শাহরিয়ার আলম সামাদ জানান-জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধান কাটা থেকে শুরু করে যাবতীয় কাজকর্মে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। তবে শুধু ধান নয়,কৃষকের পাট চাষেও লবণ উত্তোলনে সহযোগিতা করে যাচ্ছে সারা বাংলার ভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা।
প্রসঙ্গত, সারাদেশে কৃষকের পাশে থেকে কাজ করার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, তার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে মাঠে নেমে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।