নিভৃতে চলে গেলেন -সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০২ বছর। পারিবারিক সূত্রে জানা যায়-আজ সকাল ৯ ঘটিকার সময় তার নিজ বসত বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে গোটা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।
আজ বিদায় বেলায় সর্ব সাধারণ তাকে স্মরণ করছে শ্রদ্বার সাথে।
আজ দুপুর ১.৩০ মিনিটে স্থানীয় আদর্শ গ্রাম জামে মসজিদে যানাজা শেষে -এসআই নবী হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার” প্রদর্শন করা করা হয়।রাষ্ট্রিয় সর্বোচ্ছ সন্মান দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর যানাজা শেষে পারিবারিক করব স্থানে চিরনিদ্রায় শায়িত করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের বেশে ফিরেছিলেন এই মানুষটি। তিনি খালি হাতে চলে গেলেও রেখে গেলেন একটি স্বাধীন বাংলাদেশ।
স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,এলাকার সাধারন জনগণ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।